জন্মভূমি

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

তুষার রীজম
সবুজ শ্যামল দেশটি আমার সোনার চেয়ে খাঁটি, মন জুড়ানো শীতল পাটি আমার দেশের মাটি। পাতার ফাঁকে ঝিঁঝিঁ ডাকে ফসল দোলে মাঠে, দিনের শেষে বাংলাকাশে সূর্য নামে পাঠে। মুক্তমনে পাখি ওড়ে এদিক ওদিক ছোটে, বসন্ততে গাছে গাছে শিউলি ফুলও ফোটে। ফুলে ফলে ভরা এদেশ সবার কাছে প্রিয়, প্রয়োজনে দেশের তরে জীবন দিয়ে দিও।