নতুন ভোর

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

মাহমুদুল হাসান আরিফ
সাত'ই মার্চের ভাষণ শুনতে নামলো লোকের ঢল অস্ত্র হাতে যুদ্ধে গেল বীর সেনাদের দল। যুবক, বৃদ্ধ, সবার মনে জাগলো মুক্তির নেশা শক্ত হাতে অস্ত্র ধরলো ছাড়লো সকল পেশা। মাঠ-ঘাট সবই ভেসে গেল রক্তে হলো লাল বীর সেনারা যুদ্ধ করল ছাড়েনি তো হাল। অবশেষে মুক্ত হলো বাজলো বিজয় সুর আঁধার কেটে আলোর যাত্রা এলো নতুন ভোর।