একলা একা নদীর কাছে
জানতে গেলাম কাল
বাংলা মাকে স্বাধীন করার
ধরছিল কে হাল।
কে দেয় সে'দিন বজ্র সুরে
স্বাধীনতার ডাক,
বলছিল কে এক হয়ে যে
সব বাঙালি জাগ।
কার ইশারায় আমরা পেলাম
স্বাধীন পতাকা,
কোন সে মানব যার ভিতরে
এই না সাহস আঁকা।
নদী আমায় বলল হেসে
এক কথায় শোনো সবই,
বঙ্গবন্ধু মুজিব তিনি
বাংলা দেশের রবি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd