স্বাধীনতার সুর

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

শ্যামল বণিক অঞ্জন
কিনেছি পতাকা একাত্তরে লক্ষ প্রাণের দামে, বিশ্বজুড়ে আজ যা ওড়ে বাংলাদেশের নামে। লাল-সবুজের বিজয় কেতন অসীম শোকে গাঁথা, ভাইয়ের ত্যাগের স্মৃতি ঘেরা প্রিয় স্বাধীনতা। একখন্ড মুক্ত ভূমি মোহমায়াময়, রুপালি চাঁদ সুনীল আকাশ নতুন সূর্যোদয়। স্নিগ্ধ ভোর নরম রোদ্র মায়াবী দুপুর, অস্তিত্ব জুড়ে বাজে স্বাধীনতার সুর।