শক্তিশালী বডিবিল্ডার পিঁপড়া

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
আকারে ক্ষুদ্র হলে তার শক্তিও কম হবে- এমন ধারণা অনেকের। কিন্তু ক্ষুদ্ররাও যে কখনও শক্তিমত্তায় বৃহৎদের ছাড়িয়ে যেতে পারে, প্রাণিজগতে তার উৎকৃষ্ট উদাহরণ পিঁপড়া। নিজ দেহের ওজনের ২০ গুণ ভারী বোঝা বইতে পারা পিঁপড়ার আশ্চর্য শক্তিমত্তা নিয়ে বিজ্ঞানীদের কারও মধ্যেই কোনো সংশয় নেই। সম্প্রতি পিঁপড়াদের শক্তিমত্তা নিয়ে ইন্দোনেশিয়ার ম্যাক্রো ফটোগ্রাফার ইকো আদিয়ান্তোর তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় আবার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ছবিগুলোতে লাল পিঁপড়াদের তাদের চেয়ে ওজনে ২০ গুণ বা তার চেয়েও ভারী এবং বড় বিভিন্ন ফল বয়ে নিতে দেখা যায়। এর মধ্যে কোনোটিকে দেখা যায় আস্ত স্ট্রবেরি বয়ে নিয়ে যেতে। আবার কোনো ছবিতে দেখা যায়, পিঁপড়ারা সার বেঁধে বুয়াহ সিরি নামে ডুমুরজাতীয় ফল বয়ে নিয়ে যাচ্ছে। ৪৩ বছর বয়সি আদিয়ান্তো জানান, সম্প্রতি পশ্চিম জাভায় নিজ বাড়ির বাগান থেকে তিনি পিঁপড়াদের এই ছবিগুলো তুলেছেন। তিনি বলেন, পিঁপড়াগুলো আশ্চর্য সাবলীলভাবে এসব জিনিস বহন করছিল। কখনও কখনও তাদের দেখে মনে হয়েছে, ফলগুলোর যেন কোনো ভার নেই। বরং তারা বেলুন নিয়ে চলাফেরা করছে। পিঁপড়ারা যে কত শক্তিশালী আর তাদের দলবদ্ধতা যে কত চমৎকার, এই ছবিগুলোই তার উৎকৃষ্ট প্রমাণ।