মেঘমেয়েরা

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

গোলাপ আমিন
আকাশ নীলে মেঘরা মিলে যাচ্ছে ছুটে ঘোড়ায় সওয়ার নেই তো কারও কিচ্ছু কওয়ার। দখিন হাওয়া করছে ধাওয়া যাবে তারা মেঘের বাড়ি ছুটছে তারা তাড়াতাড়ি । কালো মেঘে আছে রেগে এখন সময় দূরে যাবার ফিরবে তারা দ্রæত আবার। শিকল ছেঁড়া মেঘমেয়েরা দঁাড়াতে তাই চাচ্ছে না যে ব্যস্ততা-সুর কণের্ বাজে।