প্রভাত বেলা

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

নাফছি জাহান
মিষ্টি রোদের ঝিলিক এসে পড়লো যখন গায়, ভোরের হাওয়া প্রভাত বেলা মনটা ছুঁয়ে যায়। কিচির-মিচির ডাকছে পাখি ভাঙলো এবার ঘুম, ভোরের আলো চোখে এসে দিলো আবার চুম। প্রভাত বেলা উঠলে তবে সতেজ থাকে মন, মা-বাবা আর দাদা-দাদি বলে প্রতি জন। সতেজ মনে নাশতা শেষে পড়তে এবার যাও, প্রভাত বেলা পড়তে বসে জ্ঞানের আলো নাও।