আমাদের চেনা ডলফিন শুশুক

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
শুশুক নামের এ ডলফিনরা বাস করে নদীতে। এদের ঠেঁাটগুলো বেশ লম্ব^া। এ ঠেঁাটের সামনের দিকে থাকে এক সারি দঁাত। পিঠে ছোট ডানা। আর দুই পাশের বড় বড় পাখনার কারণে শুশুককে দেখতে একটু অদ্ভুতই লাগে। গায়ের রং হয় কালচে বাদামি অথবা মেটে। বড় বড় নদীতেই বাস করে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদ-নদীর সব জায়গায়ই এদের দেখতে পাওয়া যায়। এরা কিন্তু চোখে দেখতে পায় না। এরা জন্মান্ধ। মানে জন্ম থেকেই অন্ধ। এরা শব্দ শুনে শুনেই চলাফেরা করতে পারে। আর চোখে দেখে না বলে এরা প্রায়ই জেলেদের জালে আটকা পড়ে যায়। প্রায়ই দেখা যায়, এরা কাত হয়ে সঁাতার কাটছে। বড় পাখনার সাহায্যে এরা নদীর তলদেশ ছুঁয়ে ছুঁয়ে পথ চিনে নেয়। এরা কিন্তু আবার একা একা থাকতেই বেশি পছন্দ করে। তবে অনেক সময় নদীর বঁাকে ও মোহনায় ছোট ছোট দলেও দেখা যায়।