হরিণছড়া প্রজাপতি

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এমিনিমফ্যালিডি পরিবারভুক্ত এ প্রজাপতিটির বাংলা নাম হরিণছড়া, ইংরেজি নাম টনি কোস্টার (ঞধহিু ঈড়ংঃবৎ), বৈজ্ঞানিক নাম অপৎধবধ ারড়ষধব (ঋধনৎরপরঁং). এদের ডানার বিস্তার প্রায় ৫০-৬৫ মিলিমিটার। এদের পিঠ, সামনের ডানা, সামনের প্রান্তের কাছে কয়েকটা লম্বাটে কালো দাগ। সামনে ও পেছনের দুই ডানারই পাশ্বর্প্রান্তে কালো পাড়, পেছনের ডানায় তা অপেক্ষাকৃত বেশি চওড়া, পাড়ের ওপর সাদা ফুটকি বসানো। সামনের ডানা বেশ লম্বাটে, শীষর্ গোলাকার, গোল ভাব পেছনের ডানায় বেশি প্রকট। ডানার নিচের পিঠ বেশি দুধ মেশানো চায়ের মতো। কালো ফুটকিগুলো কিছুটা দুবর্ল। মাথা ও বুকে কালোর ওপর সাদা ফুটকি, উদরের রং ডানার মতো। এরা মাটি থেকে ফুট দশেকের মধ্যে ধীর ছন্দে ওড়ে। এর শরীরে এক ধরনের দুগর্ন্ধযুক্ত তৈলাক্ত পদাথর্ আছে বলে পাখি বা সরীসৃপেরা কেউ এদের খেতে চায় না। তবে পিঁপড়ারা মরা প্রজাপতি খেতে আপত্তি করে না। ওড়ার সময় এরা কোনো তাড়াহুড়া করে না। ফুলের মধু এদের খুব প্রিয়। অনেক সময় এদের ফুলের ওপর এমনিতেই বসে থাকতে দেখা যায়। এরা রুক্ষ খোলা প্রান্তর পছন্দ করে যার একপ্রান্তে রয়েছে ঝোপঝাড় ও লতাগুল্মের জঙ্গল। তবে চারদিকে ঘন গাছপালায় ঘেরা ভেজা পুকুরধারের জমিতেও এ প্রজাপতিদের দেখতে পাওয়া যায়।