গভার্বস্থায় চিপস খেলে

নবজাতকের ওজন কম হয়

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

য় যাযাদি হেলথ ডেস্ক
গভার্বস্থায় যেসব নারী চিপস খান তাদের সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। স্পেনের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। সেন্টার ফর রিসাচর্ ইন এনভায়রনমেন্ট এপিডেমিওলজির গবেষকরা জানান, গভার্বস্থায় চিপস খেলে নবজাতক শিশুর স্বাস্থ্য সমস্যা হওয়ার অধিক ঝুঁকি রয়েছে। চিপসে এক্রিলিমিড নামে একধরনের উপাদান আছে, যা শিশুর মাথার আকৃতি ছোট করে দেয়। সাধারণত ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার ও কফিতে এক্রিলিমিড নামের রাসায়নিক উপাদান থাকে। যেসব মা গভার্বস্থায় অধিক পরিমাণে চিপস, ক্রিপস এবং বিস্কুট-জাতীয় খাবার খান তাদের শিশুদের গড় ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়। বিষয়টি নিয়ে ২০০৬ থেকে ২০১০ সাল পযর্ন্ত ডেনমাকর্, যুক্তরাজ্য, গ্রিস, নরওয়ে ও স্পেনের ১ হাজার ১০০ গভর্বতী মহিলার ওপর পরীক্ষা চালানো হয়। এ সময় দেখা যায়, যেসব মা গভার্বস্থায় চিপস-জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের সন্তানদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়। এ সময় দেখা যায়, ১৮৬ মহিলার শিশু খুব ছোট মাথা ও ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। কারণ খুঁজতে গিয়ে তাদের খাদ্য তালিকার খেঁাজ করে দেখা যায় তারা অধিক পরিমাণে চিপস-জাতীয় খাদ্য গ্রহণ করেছেন। ফলে তাদের গভের্র সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে।