বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প

তারেক মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি
  ২০ নভেম্বর ২০২০, ১৭:১৫

গ্রামীণ দরিদ্র কৃষকদের গবাদী পশুর স্বাস্থ্য সেবার লক্ষ্যে ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের বন্ধন’ নামের একটি যুব সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে সদর উপজেলার শৈলকুপার কুঠিদুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ভেটেরিনারী কলেজ ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় দিনব্যাপী ১০ গ্রামের ৫ শতাধিক দরিদ্র কৃষকদের গরু ছাগলের চিকিৎসা প্রদাণ করা হয়। এছাড়াও বিনামুল্যে তড়ক, খোড়া, পিপিআর রোগের ভ্যাকসিন প্রদাণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুঠিদুর্গাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, ভেটেরিনারী চিকিৎসক ডাক্তার শাহাদত হোসেন, পরিতোষ চন্দ্র মিত্র, ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ ও প্রথম আলো বন্ধুর সভার আহ্বায়ক সাকিব মোহাম্মদ আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে