হরমোনের প্রভাবে করোনায় ঝুঁকি বেশি পুরুষদের!

প্রকাশ | ২৩ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
সংক্রমণের ক্ষেত্রে কি নারী-পুরুষে বিভেদ করছে করোনাভাইরাস? কথাটা শুনতে অবৈজ্ঞানিক মনে হলেও বিজ্ঞানই এ কথায় সায় দিচ্ছে। এক গবেষণা বলছে, পুরুষদের শরীরে উপস্থিত টেস্টোস্টেরন হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা হলেও কমিয়ে দেয় বা দমিয়ে ফেলে। উল্টোদিকে মেয়েদের শরীরের ইস্ট্রোজেন হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে করোনা সংক্রমণে পুরুষদের বিপদ বেশি, জানিয়েছেন গবেষকরা। রোগ প্রতিরোধ ক্ষমতায় টেস্টোস্টেরন যে ক্ষতিকর প্রভাব ফেলে তা জানিয়েছে একাধিক গবেষণা। যাদের শরীরে এই হরমোন যত বেশি, করোনা সংক্রমণে তাদের তত বেশি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা। করোনায় পুরুষদের আরও নানা ঝুঁকির কথা শোনা গেছিল আগেই। চিকিৎসকরা জানিয়েছিলেন, সংক্রমণের ফলে ছেলেদেরও বন্ধ্যাত্ব আসা অসম্ভব নয়। সূত্র : অনলাইন