শিশুর দঁাতের পরিচযার্

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

য় যাযাদি হেলথ ডেস্ক
সাধারণত শিশুর দঁাতের সংখ্যা বিশটি। ছয় মাস বয়স থেকে দঁাত ওঠা শুরু হয় এবং আড়াই বছর বয়সের মধ্যে সব দুধ দঁাত ওঠা সম্পন্ন হয়। অনেক সময় বিভিন্ন কারণে দুধ দঁাত ছয় মাস বয়সে না ওঠে আট থেকে দশ মাস বয়সেও উঠতে পারে। তাই এ নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো। শিশুর দঁাত ওঠার সময় মাড়িতে এক ধরনের অনুভ‚তির সৃষ্টি হয়। শিশু হাতের কাছে যা পায় তাই কামড়াতে চেষ্টা করে। অনেক সময় নিজের হাতের আঙ্গুল চুষতে বা কামড়াতে থাকে। তাই বিভিন্ন সংক্রমণজনিত কারণে শিশুর ডায়রিয়া থেকে শুরু করে টাইফয়েড জ্বরও হতে পারে। তাই আপনার শিশুর দঁাত ওঠার সময় সঠিক পরিচযার্ নিতে হবে। ছয় বছর বয়স থেকে শিশুর স্থায়ী দঁাত উঠতে থাকে। অনেক সময় দুধ দঁাত নিদির্ষ্ট সময়ে না পড়ার কারণে স্থায়ী দঁাত উঠতে পারে না বা নিদির্ষ্ট স্থানের পরিবতের্ অন্য স্থানে ওঠে। এসব ক্ষেত্রে যথাসময়ে দুধ দঁাত ফেলে দিতে হবে। শিশুর যদি আঙ্গুল চোষার অভ্যাস থাকে এবং ক্রমাগত এই অভ্যাস চলতে থাকে, তাহলে ভবিষ্যতে ওই শিশুর দঁাত অঁাকাবঁাকা হতে পারে। তাই এ ধরনের বদাভ্যাস পরিত্যাগ করতে হবে। শিশুরা মিষ্টিজাতীয় খাবার বিশেষ করে চকোলেট খেতে পছন্দ করে। আঠালো চকোলেট বা ক্যান্ডি শিশুর দঁাতের জন্য ক্ষতিকর। তাই বলে চকোলেট তো আর বন্ধ করা যাবে না। এ ক্ষেত্রে শিশুকে খাবার গ্রহণের এক ঘণ্টা আগে চকোলেট খেতে দেয়া যেতে পারে। এতে চকোলেটের যে সব উপাদান দঁাতে লেগে থাকে তা খাবার সঙ্গে অপসারিত হয়। আগলি ডাকলিং স্টেইজ মুখের দুই পাশের ইনছিসর বা কতর্ন দঁাতের মধ্যবতীর্ ফঁাকা স্থানের জন্য সামনের দঁাতের খারাপ বিন্যাসরত অবস্থাকে আগলি ডাকলিং স্টেইজ বলা হয়। স্বাভাবিক দঁাতের গঠন ও বৃদ্ধির সময় এটি সাময়িক অবস্থা। সাধারণত ৭ থেকে ১২ বছর বয়সের মধ্যে আগলি ডাকলিং স্টেইজ দেখা যায়। ডেন্টাল ডেভেলপমেন্টের অথার্ৎ দঁাতের গঠনের এটি একটি অধ্যায়। যখন স্থায়ী ক্যানাইল বা ছেদন দঁাত ওঠে নাই তখন এ অবস্থায় উপরের সেন্ট্রাল ইনছিসর বা কতর্ন দঁাত এবং ল্যাটারাল ইনছিসর (সেন্ট্রাল ইনছিসরের পাশের কতর্ন দঁাত) সাধারণত মিডলাইন থেকে পাশে সরে আসে। এ সময় একটি মধ্যবতীর্ স্থান (মিডিয়ান ডায়াস্টেমা) তৈরি হয়। এ মধ্যবতীর্ স্থান সাধারণত স্বল্প সময়ের জন্য এবং ইনছিসর বা কতর্ন দঁাত সঠিক স্থানে জায়গা করে নেয় যখন উপরের স্থায়ী ক্যানাইন দঁাত প্রাকৃতিক নিয়মে তার নিদির্ষ্ট জায়গায় উঠে যায়। আগলি ডাকলিং স্টেইজ দেখে অনেক সময় অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন এবং মনে করেন যে এ অবস্থায় অথোর্ডন্টিক চিকিৎসার প্রয়োজন আছে। প্রকৃত পক্ষে কোনো চিকিৎসারই প্রয়োজন নেই। সাময়িক এ অবস্থা স্বতঃস্ফ‚তর্ভাবে একটি নিদির্ষ্ট সময় পর ঠিক হয়ে যায়।