মাথার ত্বকে ইনফেকশন ও চুল পড়া

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

য় যাযাদি হেলথ ডেস্ক
মাথার ত্বক বা স্ক্যাল্প থেকে চুল ওঠে। অথার্ৎ চুলের ফলিকল থাকে স্ক্যাল্পে। সেখান থেকেই চুল গজায় ও সময়ে বাড়ে। মাথার ত্বকের সুস্থতার সঙ্গে চুলের স্বাস্থ্য নিভর্র করে। মাথার ত্বকে ইনফেকশন থাকলে চুলের সমস্যা হয়। সবচেয়ে বড় কথা এতে চুল পড়ার হার অনেক বেড়ে যায়। * কী করে বুঝবেন মাথার ত্বকে ইনফেকশন বা সংক্রমণ হয়েছে? * চুলের গোড়ায় ব্যথা হওয়া বা ফুলে ওঠা একে কেরিয়াল বলে। * চুলের গোড়া কালো হয়ে যাওয়া ও চুল পড়া। * চুলের গোড়ায় ছোট ছোট গোটার মতো হওয়া এবং অল্প ফুলে ওঠা। দানা বা গোটগুলো পুচভতির্ হতে পারে। * মাথার ত্বক চুলকানো ও ময়লা ওঠা। * সাদা সাদা খোসার মতো ময়লা পড়া। ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদির কারণে মাথায় সংক্রমণ হতে পারে। অনেক সময় চুলকাতে চুলকাতে ঘা কিংবা একজিমাও হতে পারে। অনেক সময় চুল পড়ার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় চুলের গোড়ায় ইনফেকশন রয়েছে। কোন ধরনের ইনফেকশন হয়েছে তা পরীক্ষার মাধ্যমে নিণর্য় করে সঠিক অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিফাঙ্গাল ওষুধ, শ্যাম্পু ইত্যাদির সাহায্যে চিকিৎসা করলে ইনফেকশন রোধ করা সম্ভব। এ ছাড়া শহরের ধুলাবালি ময়লা ও ধোয়ার কারণে সংক্রমণ হয় বলে এগুলো পরিহার করে চলাও প্রয়োজন। অনেক সময় চুল পড়ার কারণ খুঁজে পেতে দেরি হলে ও সঠিক চিকিৎসা না করলে মাথা খালি হয়ে যেতে পারে। তাই মাথায় ত্বকের সংক্রমণের সঠিক চিকিৎসার মাধ্যমে চুল পড়া রোধ করা প্রয়োজন সংক্রমণের সঠিক চিকিৎসা হলে চুল পড়া থামবে ও চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে।