২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করা

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আহমেদ হোসেন। বয়স ৩২ বছর। তিনি ডাক্তারের কাছে এসেছেন নিয়মিত চেক-আপ করার জন্য। উনার সব কিছইু স্বাভাবিক। কিন্তু রক্তচাপ কিছুটা বেশি (সিস্টোলিক ১৫৫ মিমি ও ডায়াস্টোলিক ৯৫ মিমি পারদ)। কিন্তু উনি জানালেন যে, বাসায় রক্তচাপ মাপলে উনার রক্তচাপ স্বাভাবিক পান। উনার উচ্চ রক্তচাপ আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ও উনাকে কোনো রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ দেয়া হবে কিনা তা জানার জন্য এসেছেন। উনাকে ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটরিং পরীক্ষা করার পরামশর্ দেয়া হলো। উনার রিপোটের্ দেখা গেল, পরীক্ষা চলাকালীন ২৪ ঘণ্টা উনার রক্তচাপ স্বাভাবিক, অথার্ৎ উনি হোয়াইট কোটহাইপারটেনশন বা ডাক্তারের চেম্বারে এলে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন । উনাকে প্রতি ৬ মাস থেকে ১ বছর পর পর নিয়মিতভাবে কোনো মেডিকেল প্রোফেশনাল দিয়ে রক্তচাপ পরীক্ষা করার পরামশর্ দেয়া হলো। প্রশ্ন : ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করার পরীক্ষা কখন করা হয়? যদি মনে হয়, কোনো রোগী হোয়াইট কোটহাইপারটেনশন বা ডাক্তারের চেম্বারে এলে রক্তচাপ বেড়ে যাওয়া রোগে ভুগছেন তা নিশ্চিত করার জন্য, যার রক্তচাপ ঘনঘন উঠানামা করে, যার রক্তচাপ অনেকগুলো ওষুধেও নিয়ন্ত্রণে আসছে না, যার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে তা নিশ্চিত করার জন্য, কোনো রোগীকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিলে ওই ওষুধ সঠিকভাবে কাজ করছে কিনা অথবা ওষুধ দিনের বেলা ভালো কাজ করলেও হয়তো রাতের বেলা পযর্ন্ত সঠিকমাত্রায় কাজ না করার জন্য রাতের বেলা রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে তা নিশ্চিত হওয়ার জন্য ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করার জন্য পরীক্ষা করা হয়। প্রশ্ন: ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করা পরীক্ষা কিভাবে করা হয়? ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করার একটি মেশিন রোগীর শরীরের সঙ্গে বেঁধে দেয়া হয়। এ ক্ষেত্রে মেশিন স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা যাবত দিনের বেলা প্রতি ১৫-৩০ মিনিট পর পর এবং রাতের বেলা প্রতি ৩০-৬০ মিনিট পর পর রক্তচাপ মেপে তা মেশিনের মেমোরিতে সংরক্ষণ করে এবং ২৪ ঘণ্টা পর ওই মেশিন থেকে আমরা ক¤িপউটারে রিপোটর্ পাই। এ মেশিনসহ রোগী দিনে ও রাতে স্বাভাবিক কাজ কমর্ করতে পারে । প্রশ্ন : ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করা পরীক্ষার সময় কি কি সতকর্তা মেনে চলা উচিত? ২৪ ঘণ্টা রক্তচাপ মনিটর করা পরীক্ষা চলাকালীন গোসল করা যাবে না বা যন্ত্র পানিতে ভিজানো যাবে না। রক্তচাপ মাপাকালীন সময় যখন হাতের বাহুর ওপর চাপ পড়ে বা বিপ বিপ সিগন্যাল দেয় তখন সম্ভব হলে কোথাও বসা ভালো; হাত বুক বা যন্ত্র বরাবর রাখা ভালো। হাত নড়াচড়া না করা উচিত। রক্তচাপ মাপাকালীন কমর্কাÐ, ঘুম থেকে উঠার সময় ও ঘুমাতে যাওয়ার সময় এবং ওষুধ খাবার সময় এবং ওষুধের নাম একটি খাতা বা ডায়েরিতে লিখে তা মেশিন জমা দেয়ার সময় টেকনিশিয়ানের কাছে জমা দিতে হবে। প্রফেসর (ডা.) মো. তৌফিকুর রহমান (ফারুক) এমবিবিএস (ডিএমসি), এমডি (কাডির্ওলজি), এফসিপিএস (মেডিসিন), এফএসিসি (আমেরিকা), এফএসিপি, এফএএসই, এফআরসিপি, এফসিসিপি, এফইএসসি, এফএএইচএ, এফএপিএসআইসি অধ্যাপক- কাডির্ওলজি, মেডিনোভা মেডিকেল সাভিের্সস লি., মালিবাগ।