বিয়ের পর মেদ বাড়ছে, কী করবেন?

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৮, ০০:০০

য় যাযাদি হেলথ ডেস্ক
বিয়ের পর স্বামী-স্ত্রী উভয়েরই ওজন বেড়ে যায়। কিন্তু পুরুষের বাড়তি ওজন তেমন বেশি চোখে পড়ে না। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তার উল্টো হয়। কিন্তু এই হঠাৎ কেন ওজন বৃদ্ধি হয় তার কারণ খুঁজতে শুরু করলে বেশ কয়েকটি বিষয় সামনে আসবে। যেমনÑ বিয়ের পর মেয়েদের পরিবতির্ত খাদ্যাভ্যাস, বিভিন্ন অনিয়মের কারণে ওজন বাড়তে থাকে। শুধু সৌন্দযর্ নয়, সুস্থতার জন্য বিয়ের আগে ও পরে সব সময় ফিট থাকতে হবে সবাইকে। তাই বিয়ের পর ওজন ঠিক রাখতে জেনে রাখুন কিছু কাযর্কর টিপসÑ ১) নিজের খাওয়া-দাওয়ার অভ্যাসে খুব বেশি পরিবতর্ন আনা চলবে না। সঠিক সময়ে প্রতিদিন খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। একেকটি পরিবারে খাওয়ার সময় একেক রকম হয়। লজ্জা না করে নিজে সব সময় যেই সময়ে খান, সেই সময়েই খাওয়া সেরে ফেলুন। চেষ্টা করুন রাতের খাবারটা অন্তত খুব বেশি দেরি করে না খেতে। ২) চিকিৎসকের সঙ্গে পরামশর্ করে ভিটামিন বি সাপ্লিমেন্ট খেতে পারেন। নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেয়ার প্রয়োজনীয় এনাজির্ জোগান দেবে এই ভিটামিন বি। ৩) শরীরে ক্যালসিয়াম কমে গেলে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। সেই জন্য চা, কফি খাওয়া একটু কমিয়ে দেয়াই ভালো। আর রাতে শুতে যাওয়ার আগে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে ভুলবেন না। ৪) ফিট থাকার নিয়ম মেনে না চললে অল্প কিছু দিনের মধ্যে আপনার চেহারায় বদল আসবেই। যতই ব্যস্ত থাকুন না কেন, প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট নিজের শরীরচচার্র জন্য বের করুন। ৫) নতুন বিয়ের পর নানা জায়গায় পাটির্, খাওয়া-দাওয়া বা ঘোরাঘুরিটা অনেকটাই বেড়ে যায়। বলাই বাহুল্য যে অনিয়মও হয় প্রচুর। এই অনিয়ম নিয়ন্ত্রণ করতে জানতে হবে আপনাকেই। ৬) জন্ম নিয়ন্ত্রণের ওষুধ বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা বেছে নিন। ৭) একজন ডায়েটেশিয়ান দেখিয়ে ডায়েট চাটর্ তৈরি করে নিন এবং ঝটপট ওজন কমাতে সেটা মেনে চলুন। ৮) গৃহবধূ হলে ঘরেই চেষ্টা করুন পরিশ্রমের কাজগুলো করতে, বসে থেকে শরীরে আলসেমি ধরতে দেয়া চলবে না।