উজ্জ্বল ত্বক

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি হেলথ ডেস্ক
ব্রণের সমস্যায় নারী-পুুরুষ সবাই পড়ে থাকেন এবং আরো যে সমস্যাটি হয় তা হচ্ছে ব্রণের ক্ষত বা দাগ ত্বকে রয়ে যায়। এসব দাগ একেবারে দূর করতে কোনো নামিদামি ব্রান্ডের ত্বকের প্রোডাক্টই কাযর্কর হয় না। কিন্তু রাতে খুব সামান্য যতেœ সহজেই মুক্ত থাকতে পারেন এই যন্ত্রণাদায়ক ব্রণ ও এর ক্ষত এবং দাগ থেকে। সেই সঙ্গে পেতে পারেন সুস্থ উজ্জ্বল ত্বক। জানতে চান কিভাবে? চলুন তবে দেখে নেয়া যাকÑ ক. প্রথমে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর ফেস স্টিমারের সাহায্যে কিংবা একটি সসপ্যানে গরম পানি নিয়ে মুখের ত্বকে ১০ মিনিট গরম ভাপ নিন। খ. এরপর একটি টমেটো মাঝে দুই ভাগ করে নিয়ে কাটা অংশ চিনিতে লাগিয়ে নিন। এবার চিনি লাগানো অংশ পুরো মুখে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে ঘষে নিন। এটি স্ক্রাবারের মতো কাজ করবে। এরপর মুখ ধুয়ে ফেলুন। গ. এরপর একটি বাটিতে ৩ টেবিল চামচ টক দই নিন এবং এতে মেশান চার ভাগের এক ভাগ চা-চামচ হলুদের গুঁড়া। ঘ. ভালো করে ত্বকে লাগিয়ে নিন ফেস মাস্কটি। শুকিয়ে যাওয়া পযর্ন্ত অপেক্ষা করুন। এরপর ত্বক ভালো করে ধুয়ে নিন। ঙ. মুখ ধুয়ে মুছে নিয়ে ঘুমানোর আগে ত্বকে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে মাত্র দুই দিন এভাবে করুন।