আলসার প্রতিরোধে লাল মাশরুম

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি হেলথ ডেস্ক
গ্যানোডার্মা লুসিডাম দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে একটি প্রজাতির নাম গ্যানোডার্মা লুসিডাম। বর্তমানে বাংলাদেশেও মাশরুম সবজি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মাশরুমের সব প্রজাতির মধ্যে গ্যানোডার্মা লুসিডাম প্রজাতির লাল মাশরুমের ঔষধি গুণ সবচেয়ে বেশি। সারা বিশ্বে উচ্চ রক্তচাপ প্রধান স্বাস্থ্য সমস্যাগুলোর একটি। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগসহ অন্যান্য জটিল রোগ হতে পারে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ নিয়মিত সেবন করা উচিত কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ কিছু সমস্যার সৃষ্টি করে যখন তা দীর্ঘদিন সেবন করা হয়। জিহ্বাসহ মুখগহ্বরে আলসার দেখা দিতে পারে দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। তা ছাড়া রোগী খাবার গ্রহণে স্বাদ পায় না। অনেক সময় স্থায়ীভাবে প্রয়োগকারী মলম মুখের আলসারের চিকিৎসার কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়। গ্যানোডার্মা লুসিডাম প্রজাতির লাল মাশরুম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দেয় প্রাকৃতিকভাবে এর ঔষধি গুণের দ্বারা; তা ছাড়া প্যানোডার্মা ক্যাপসুলের পাউডার জীবাণুমুক্ত পানির সঙ্গে মিশিয়ে মুখের আলসারজনিত স্থানে প্রয়োগ করলে মুখের আলসার নিরাময়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে দেখতে হবে মুখের আলসার কী ধরনের এবং কেন হয়েছে? এ প্রক্রিয়াগুলো অবশ্যই একজন রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা প্রয়োজন প্যানোডার্মা লুসিডাম প্রজাতির লাল মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। মানবদেহের দাঁত ও হাড়ের গঠনে মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলিক এসিডের অভাবে মানবদেহে রক্তশূন্যতা দেখা দিতে পারে। রক্তশূন্যতায় মুখের আলসার হতে পারে। লাল মাশরুমে পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড রয়েছে তাই রক্তশূন্যতাজনিত মুখের আলসারের ক্ষেত্রেও প্যানোডার্মা লুসিডাম প্রজাতির মাশরুম কার্যকর ভূমিকা রাখে।