হৃদরোগ বা ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কি কি?

প্রকাশ | ৩০ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হৃদরোগ বা ব্রেইন স্ট্রোকের কিছু ঝুঁকি আছে যেগুলোকে পরিবর্তন করা যায়, ফলে ঝুঁকি কমানো সম্ভব। কিছু ঝুঁকি আছে যেগুলোকে তেমন পরিবর্তন করা যায় না, ফলে ঝুঁকি অপরিবর্তিত থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে অত্যধিক চর্বির মাত্রা, ধূমপান, অতিরিক্ত ওজন, শারীরিক অলসতা, অস্বাস্থ্যকর খাবার, অত্যধিক মদ্যপান, খাবারে কম পটাসিয়াম থাকা, খাবারে অত্যধিক লবণ থাকা এই সব ঝুঁকিগুলো পরিবর্তন করে হৃদরোগ বা ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যেমন- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ বা ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়া, পুরুষের হৃদরোগ বা ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়া, নাক ডাকা রোগ থাকা, পরিবারের নিকটাত্মীয়ের কারও অল্প বয়সে হৃদরোগ থাকা, কিডনি রোগ থাকা, জন্মের সময় ওজন কম থাকা, অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করা, নিম্ন আর্থ-সামাজিক অবস্থান, অতিরিক্ত মানসিক ও সামাজিক চাপ থাকলে হৃদরোগ ও ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ে। প্রফেসর (ডা.) মো. তৌফিকুর রহমান (ফারুক) এমবিবিএস (ডিএমসি), এমডি (কার্ডিওলোজি), এফসিপিএস (মেডিসিন), এফএসিসি (আমেরিকা), এফএসিপি, এফএএসই, এফআরসিপি, এফসিসিপি, এফইএসসি, এফএএইচএ, এফএপিএসআইসি অধ্যাপক ও বিভাগীয় প্রধান- কার্ডিওলোজি, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস মালিবাগ মোড়, ঢাকা।