মুখের দুর্গন্ধ নিরাময়ে ব্যাকটেরিয়া

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

সুস্বাস্থ্য ডেস্ক
মুখের দুর্গন্ধ অত্যন্ত বিড়ম্বনাকর। দুর্গন্ধের কারণে সামাজিক বিভিন্ন কর্মকান্ড ব্যাহত হতে পারে। অধ্যাপক জন টাগ সর্বপ্রথম স্বাস্থ্যবান শিশুদের মাঝে স্ট্রেপটোকক্কাস স্যালিভারিয়াস 'কে-১২' ব্যাকটেরিয়া শনাক্ত করেন। যাদের মুখে এ ব্যাকটেরিয়া বিদ্যমান তারা মুখের দুর্গন্ধজনিত সমস্যায় আক্রান্ত হন না। সারা পৃথিবীর মানুষের মধ্যে মাত্র শতকরা ২ ভাগ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় স্ট্রেপটোকক্কাস স্যালিভারিয়াস কে-১২ ব্যাকটেরিয়া মুখের অভ্যন্তরে পাওয়া যায়। এই উপকারী ব্যাকটেরিয়া জিহ্বার উপরিভাগে পাওয়া যায়। এ ব্যাকটেরিয়া মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে মুখের স্বাভাবিক সজীবতা ফিরিয়ে আনতে সাহায্য করে। যাদের মুখে দুর্গন্ধ আছে তারা স্ট্রেপটোকক্কাস স্যালিভারিয়াস 'কে-১২' সমৃদ্ধ কে ফোর্স ব্রেথ গার্ড মাউথ ওয়াশ প্রতিদিন ব্যবহার করলে সুফল পাবেন। ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে ঠিকই কিন্তু এমন একদিন আসবে যখন ব্যাকটেরিয়া দ্বারাই রোগের নিরাময়সহ বহুবিধ চিকিৎসা করা সম্ভব হবে।