প্রকৃতি চঞ্চল

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. ইব্রাহিম খলিল
ধানের গায়ে রং ধরেছে   ঋতুর রানী এলো বুঝি? বিহান হতে ধানের শীষে প্রকৃতিপ্রেমী ঘাস ফড়িং কটা ফিরছে কারে খুঁজি? শরতে বিমোহিত কবির মন! প্রকৃতি হয়ে ওঠে চঞ্চল রাতের গগনে জ্বল ঝরে চুপসে দেয় তৃণবন। প্রহরে আবরণ খসে রৌদ্র কিরণ অনুভবে হাতছানি দেয় মানব মন মৃদু মন্দ বাতাস এসে দোলা দেয় কঁাশবন।