সড়ক

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বপন শমার্
সড়ক মানে মৃত্যুপুরি সাক্ষাৎ জমালয়Ñ সেই সড়কে তোমায় আমায় নিত্য চলতে হয়। চলার পথে মরতে পারো হতেও পার অচল সেসব দেখে জ্ঞাতি-স্বজন ফেলবে চোখের জল। চোখের জলের দাম কি গো আর ঐ সড়কটা বুঝে, বোঝার কথা যাদের ছিল তারাই তো চোখবুজে! তারাও একদিন চলার পথে হয় যদি এক্সিডেন্ট! নিশ্চয় তাদের আত্মীয়স্বজন আমার মতো কঁাদবেন? সড়কটা আজ হোক নিরাপদ চালকটা হোক দক্ষ- আজকে সবার এটাই দাবি দেখবেন কতৃর্পক্ষ।