মানুষের অবিরত স্রোতে চৌহদ্দি ভেঙে খান খান
ক্রমশ একরাশ প্রতিবাদের পস্নাবনের
স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে-
রেসকোর্স পেরিয়ে অলি গলি
মহলস্নায় গ্রাম থেকে গ্রামে!
সীমানা পেরুনো মহাপস্নাবন-
যেন রূপকথার মতো সুন্দর হয়ে উঠল চারপাশ।
তিনি মঞ্চে আসলেন ধীর পায়ে,
অদ্ভুত নীরবতায় একটি কবিতা
শোনার অপেক্ষায় ছাপ্পান্ন হাজার বর্গমাইল!
অথচ এগারোশ' আট শব্দে তিনি
এক মহাকাব্য ছড়িয়ে দিলেন ইথারে।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd