বগুড়ার ধুনটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গত ৩০ নভেম্বর সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
ধুনট উপজেলা পরিষদ সড়কে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ্ আল রনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলস্নাহ্ আল কাফি, ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান, জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক ও ধুনট মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ রাশেদ, দপ্তর সম্পাদক সাংবাদিক ইমরান মুরাদ আনোয়ার, কোষাধ্যক্ষ সাংবাদিক জিলস্নুর রহমান, সাংবাদিক কারিমুল হাসান লিখন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য শাওন ইসলাম সুমন, আফরা হক প্রমুখ।
\হউপদেষ্টা, জেজেডি ফ্রেন্ডস ফোরাম, ধুনট, বগুড়া।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd