নড়াইলে হানাদারমুক্ত দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

মো. আল আমিন
নড়াইলে জেজেডি ফ্রেন্ডস ফোরামে বন্ধুরা মোমবাতি জ্বালিয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ
'নড়াইলকে করব প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান' এই প্রতিপাদ্য নিয়ে জেজেডি ফ্রেন্ডস ফোরাম নড়াইলের উদ্যোগে নড়াইলমুক্ত দিবস পালন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর জেজেডি ফ্রেন্ডস ফোরাম নড়াইলের বন্ধুরা হাজারও মোমবাতি জ্বালিয়ে নড়াইলের শহীদদের স্মরণ করেন। নড়াইল সরকারি মহিলা কলেজের শহীদ মিনারের বেদিতে মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম নড়াইলের আহ্বায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু। এ সময় সব শহীদদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়। পরে যায়যায়দিন পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিনের সঞ্চলনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেজেডি ফ্রেন্ডস ফোরাম নড়াইলের আহ্বায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু, জেজেডি ফ্রেন্ডস ফোরাম নড়াইলের সদস্য সচিব শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক নড়াইল দলিল লেখক সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক তরুণ উদীয়মান সমাজসেবক পৌর এলাকার ৪নং ওয়ার্ডেও কাউন্সিলর মো. আনিসুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজি আশরাফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. মামুন, সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের নেতা প্রভাষক মো. ওবায়দুর রহমান তুহিন, একুশে টিভির নড়াইল প্রতিনিধি ও জেলার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা ঘালিব সতেজ, শাহরিয়ার জামান শশি, অনিক রাসেল, সাংবাদিক স্বপণ, তুহিনুর রহমান, এস কে সুজয়, জেলা ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান মাসুম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সালা উদ্দিন খান মান্না, মো. শাহ পরান, সোহাগ ফরাজি, আল মুমিন, রানা, শাকিল আহম্মেদ, রিপন হোসেন প্রমুখ। উপদেষ্টা, নড়াইল জেজেডি ফ্রেন্ডস ফোরাম।