সুখপাখি

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

বনশ্রী বড়ুয়া
বিজয় নিয়ে এলো খোকা উনিশশ' একাত্তরে, মায়ের আঁচল উঠল হেসে স্বাধীনতার তরে। ঘাস পাতাতে সাজলো গা কপালে রক্ত তিলক, লাল-সবুজের অপার মায়া কী অপরূপ ঝলক! ত্রিশ লক্ষ প্রাণের দামে বিজয় এলো ঘরে, মন ভুলানো হাসি আজি \হমেঘ যে গেল সরে। নাচে ময়ূর, নাচে শ্যামা, নাচে ফুল ও পাখি, নাচে খুকি নাচে খোকা সুখের মাখামাখি।