আমার গ্রাম

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জুলফিকার আলী কায়সার
গ্রামটি আমার মায়ের মতো ধুলায় মাখা মাটি, সেই মাটিতে আছে মধু তাইতো ধুলায় হঁাটি! ইট-পাথরের নেই আবরণ গঁাওয়ের মেঠোপথ, সবুজ গাছ আর সবুজ বাগান পঁাচ মিশালি রথ! সবুজ ঘাসের পায়ের স্পশের্ জাগে শিহরণ, তাইতো গ্রামের মাটির জন্য, কঁাদে আমার মন! ধুলা বালি শরীরে মেখে হয়েছে যারা ধন্য, তাদের জীবন হয়েছে স্বাথর্ক এই মাটিরই জন্য! আমার গ্রাম, মা ও মাটি যার তুলনা নাই, নয়নাভিরাম সবুজ দৃশ্য, বিশ্বের কোথাও নাই!