শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একদিন আলো আসবে

মোবাশ্বির হাসান শিপন
  ২২ ডিসেম্বর ২০২০, ০০:০০

আসমানি চাঁদের আলোয়

চোখ তার ছল ছল

নিমিষেই যেন আঁধার আকাশ ফুটো হয়ে

জলে ভাসিয়ে দেবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল।

হৃদয়ে বাংলাদেশ; লাল-সবুজে বিবর্ণতা

পাথর কষ্ট বুকে

এঁকে দেয় অমাবস্যার অন্ধকার।

কখনো কখনো কড়াইয়ে ফুটন্ত তেলের মতো

মস্তিষ্কের নিউরন ঝাঁকি দেয় একাত্তর।

জিরো পয়েন্টে নূর হোসেন, কাঁটাতারে ফালানি

খুঁজে পায় না আগামী।

মুক্তিসেনা সাহেব আলীর রিকশার টুন টুন কিংবা

আঞ্জেরা খাতুনের স্বামী গনি মিয়ার

কলাপাতায় মোড়ানো লাশ

পঞ্চাশের ঘাড়ে ফেলে দীর্ঘশ্বাস।

তবুও আশার পলিতে নির্বাক চেয়ে থাকা।

দো-আঁশের উর্বর পরশে

কোনো একদিন আলো আসবে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে