শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিশান

বনশ্রী বড়ুয়া
  ২২ ডিসেম্বর ২০২০, ০০:০০

এ পতাকা মোর কৃষ্ণচূড়ায় রাঙা

তব উচ্চ করি শির,

রক্তের নদীতে বন্যা বইয়ে

হয়েছো তোমরা বীর।

এ পতাকা মোর ভোরের শিশির

তব ফুটেছে পুষ্পকলি,

বিজয়ের তরে দীক্ষা নিয়ে

প্রাণ করেছো বলি।

এ পতাকা মোর দখিনের হাওয়া

তব উলস্নাস জয়গাথা

বিবস্ত্র পাপড়ির দহন আজো

মনে জাগায় ব্যথা।

এ পতাকা মোর টলমল জল

তব শক্তি সাহস প্রাণে,

জীবনের মায়া তুচ্ছ করে বীর

বিজয় নিশান আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে