এই পতাকা

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০২০, ০০:০০

ছাদির হুসাইন ছাদি
এই পতাকা রক্তে আঁকা সবুজ গাঁয়ে অক্তে থাকা বীর শহীদের কেনা, এই পতাকা গানে আছে বাঙালিদের প্রাণে আছে সব দেশের চেনা। এই পতাকা বিজয় মাসে বাঙালিদের প্রাণে হাসে মুক্ত হাওয়ায় উড়ে, এই পতাকা স্বপ্ন দেখায় স্বাধীনতার ছন্দ শেখায় দেশ দরদীর সুরে। এই পতাকা জাতির মনে সুখ দিয়ে যায় ক্ষণে ক্ষণে লাল-সবুজের বেশে। এই পতাকা শিক্ষালয়ে শিক্ষা ছড়ায় বয়ে বয়ে \হসোনার বাংলাদেশে।