শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিজয়ের মাসে তারুণ্যের ভাবনা

প্রিয় মাতৃভূমিতে রয়েছে সাফল্যের সম্ভাবনা

১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে নতুন করে পরিচিত হয় বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ ৭৬ হাজার মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় আমাদের এ বিজয় এবং সূচনা হয় বাঙালির নবজীবনের। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল দেশের তরুণ সমাজ। বিজয়ের মাসে কী ভাবছেন বর্তমান সময়ের তরুণরা? তাদের ভাবনা জানার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যায়যায়দিনের প্রতিনিধি সাইফুল ইসলাম
নতুনধারা
  ২৯ ডিসেম্বর ২০২০, ০০:০০
শামীমা সীমা

আজ থেকে প্রায় ৪৯ বছর আগে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার ও তাদের দোসরদের হাত থেকে দেশকে রাহুমুক্ত করে আমাদের এনে দিয়েছে কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম মাতৃভূমি। প্রাচীন ইতিহাস শুধু সাক্ষী দেয় না, তরুণদের শক্তির পক্ষে, গায় তারুণ্যের বিজয়ের গানও। এই বাংলা জন্ম দিয়ে গেছে তারুণ্যের শক্তিতে বলীয়ান বীরদের। তাই এই বাংলার দামাল তরুণরা কখনো বাঁশের কেলস্নায় যুদ্ধ করতে পেরে ছিল মহাপরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে; রাজপথে রক্ত দিয়ে আদায় করেছে মাতৃভাষায় কথা বলার অধিকারকে; যুদ্ধ করেছে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, শত আত্মত্যাগের বিনিময়ে অর্জন করেছে স্বাধীনতাকে।প্রতিদিনের সংবাদ যখন হয় দুঃসংবাদে ভরা তখন আমাদেরই তারুণ্যের শক্তি নিয়ে আসে সুসংবাদের পরসা, লাল-সবুজের বিজয় কেতন উড়ায় লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড থেকে এভারেস্টের চূড়ায়। কোথায় নেই আমাদের তরুণদের সাফল্য? কোনো রকম সহযোগিতা ছাড়া তথ্যপ্রযুক্তিতে সুশিক্ষিত হয়ে তরুণরা শম্বুকগতির ইন্টারনেট ব্যবহার করে দেশের জন্য উপার্জন করছে বৈদেশিক মুদ্রা। শিল্পবাণিজ্যে মানবসম্পদ হয়ে বাড়াচ্ছে অর্থনীতির শক্তি। হেনরি কিসিঞ্জারের 'তলাবিহীন ঝুড়ি, তাই এখন মেধাবী উদ্যমী তরুণদের কারখানা। আঙ্কেল স্যামের দেশে 'মেড ইন বাংলাদেশ, অনেক ভ্যালুর ব্যান্ড। আমাদের এই প্রিয় মাতৃভূমিতে রয়েছে সাফল্যের অনেক সম্ভাবনা। আর এ সম্ভাবনাকে সম্ভব করতে পারে তারুণ্যের শক্তি। তাই তো কবি গেয়ে যান তারুণ্যের গান।

শামীমা সীমা পরিসংখ্যান বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সদস্য, জেজেডি ফ্রেন্ডস ফোরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে