ভালোবাসার গান

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২০, ০০:০০

আখতারুজ্জামান আশা
দীর্ঘ ন'মাস যুদ্ধ শেষে, বীরবাঙালি উঠলো হেসে ষোলোই ডিসেম্বর; বিজয় বেশে দামাল ছেলে, নিশান হাতে হেসে-খেলে ফিরল মায়ের ঘর। যুদ্ধে গিয়ে খোকার বাবায়, জীবন দিয়ে পাকির থাবায় রাখলো দেশের মান; তাদের তরে সালাম জানাই, আজও বাজে দুঃখের শানাই ভালোবাসার গান।