স্বাধীনতার বৃক্ষ

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২০, ০০:০০

ওলি মুন্সী
বিজয় মাসে এই করি পণ সর্বে করি বৃক্ষ রোপণ অঙ্কুরোদগম লাল বৃক্ষটা নয় খুব পুরানো রক্ত দিয়ে ডাল মোড়ানো একাওরের সাল। বৃক্ষটাতে দোয়েল নাচে শাপলা ফুটে তারি কাছে সবুজ মাঠে নিত্য কৃষাণ চড়ায় তৃণ পাল ক্লান্ত রোদে প্রস্ফুটিত বৃক্ষটার সব ডাল। বৃক্ষটাতে সতেজ পাতা পলস্নবিত শেখর মাথা ছড়িয়ে আজকাল বাংলা নামের বৃক্ষটাকে মুজিবের ন্যায় আগলে ধরে রাখব মহাকাল।