মৃত্তিকায় মিশে যাবে

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২০, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
স্পর্শের বাইরে থেকেও কোথা থেকে অদৃশ্য উড়াল বাতাসে হেঁটে হেঁটে এই চোখে ঠোকর বসাও! আমার পাথর চোখে ক্ষতের আনাচে-কানাচে দুলে উঠে ডাহুক ডাকা ভোর; পস্নাবিত চাঁদের মায়া নদী। আবাদহীন স্বপ্নের নীরব উঠোন মহাকালে মিশে যায় কর্পূরের মতন। মুক্তির মিছিলে তুমি ফিরে যাও; আমার এই অসুখী যাপিত জীবন- কাঁটাতারের ওপারে শুকনো ঝরা পাতার মতো- পদপৃষ্ঠে একদিন মৃত্তিকায় মিশে যাবে।