বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
নতুন বছরে তারুণ্যের ভাবনা

নতুন বছর হোক রঙিন

বছরজুড়েই ছিল প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর খবর। ভাইরাসটি সারা পৃথিবীকে করেছে তছনছ, এর প্রভাবে পুরো বিশ্ব হয়েছে ভীত-সন্ত্রস্ত। প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়ে বিদায় নিয়েছে ঘটনাবহুল বছর ২০২০, ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আরো একটি নতুন বছর ২০২১। নতুন বছরকে ঘিরে কি ভাবছে তরুণরা। নতুন বছরে তারুণ্যের ভাবনা নিয়ে লিখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকি আহমেদ।
সানজিদা আজীম রোজ শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
  ০৫ জানুয়ারি ২০২১, ০০:০০
সানজিদা আজীম রোজ

২০২০ সাল ঘটনাবহুল একটি বছর। বছরজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আমরা হারিয়েছি অনেক প্রিয় মুখকে। সারা পৃথিবীকে করে দিয়েছে তছনছ এবং জনজীবনকে করে দিয়েছে স্থবির ও বিপর্যস্ত। করোনাকে বিদায় দিয়ে হয়তো ২০২১ হয়ে উঠুক আবার একটি স্বাভাবিক বছর। আমরা ফিরে পাবো স্বাভাবিক জীবনযাত্রা। মানুষ আবার নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড়ুক সাফল্যের খোঁজে। নতুন বছর মানে নতুন ভাবনা নিয়ে নব উদ্যমে পথচলা। নতুন বছর মানে নতুন স্বপ্ন, প্রত্যাশার এক নতুন কিরণ। বিগত দিনের অপূর্ণতা কষ্ট ও গস্নানি যেন এ নতুন সময়কে স্পর্শ না করে। নতুন বছরে নতুনত্ব ও সৃজনশীলতার ওপর ভর করে যেন আমাদের জীবন হয়ে উঠতে পারে রঙিন ও সাফল্যমন্ডিত। সৌহার্দপূর্ণ পরিবেশে ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ। সব ধরনের অশুভ শক্তকে বিনাশ করে সবার জন্য মঙ্গলবার্তা বয়ে আনুক নতুন বছর। শেকড় থেকে শিখরে পৌঁছুক আমাদের সমৃদ্ধি। আগামীর দিনগুলো আমাদের হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে