বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
নতুন বছরে তারুণ্যের ভাবনা

নতুন উদ্যমে সেজে উঠুক পৃথিবী

বছরজুড়েই ছিল প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এর খবর। ভাইরাসটি সারা পৃথিবীকে করেছে তছনছ, এর প্রভাবে পুরো বিশ্ব হয়েছে ভীত-সন্ত্রস্ত। প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়ে বিদায় নিয়েছে ঘটনাবহুল বছর ২০২০, ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে আরো একটি নতুন বছর ২০২১। নতুন বছরকে ঘিরে কি ভাবছে তরুণরা। নতুন বছরে তারুণ্যের ভাবনা নিয়ে লিখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকি আহমেদ।
জান্নাতুল ফেরদৌস কথা শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
  ০৫ জানুয়ারি ২০২১, ০০:০০
জান্নাতুল ফেরদৌস কথা

২০২০ সালটা যেন জীবনের এক অনাকাঙ্ক্ষিত সময়। করোনা মহামারি আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে বিশাল একটা সময় কেড়ে নিয়েছে। ২০২০ সালের অধিকাংশ সময়টাই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বাড়িতেই সময় কেটেছে। দীর্ঘ সময় একটানা বাড়িতে থাকার কারণে অধিকাংশ ছাত্রছাত্রী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। আবার অনেকে নিজেদের মধ্যে লুকানো প্রতিভাগুলো দিয়ে সৃজনশীল কাজ করছে। এ সময়ে অনেক নতুন পরিস্থিতির মোকাবিলা করতে শিখেছি এবং নতুন নতুন কাজের অভিজ্ঞতা লাভ করেছি যেটা স্বাভাবিক সময়ে সম্ভব ছিল না। এ বছর আমাদের যুবারা খেলায় বিশ্বজয় করেছে। করোনা মহামারি সময়টা আমাদের মানবিকতা, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা ও বাস্তবমুখী অনেক কিছু শিখিয়েছে। কিন্তু সর্বোপরি আমাদের শিক্ষাজীবনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ২০২১ সালে নতুন বছরে করোনার প্রকোপ উঠে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা রাখি। ২০২০ সালের অপ্রাপ্তির গস্নানি কাটিয়ে নতুন বছরে নতুন উদ্যমে সেজে উঠুক পৃথিবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে