মন খারাপের দেশে

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২১, ০০:০০

শাহিন স্বপন
মন খারাপের দেশে আমি একলা কাটাই রাত, এই সময়ে নেইতো পাশে মন-মানসীর হাত। হঠাৎ করেই শীতল বাতাস মন ছুঁয়ে যায় ফের, পূর্ণ চাঁদের জোছনা যেন ছড়ায় আলো ঢের। জোনাকপোকার নিয়নবাতি ছড়িয়ে আলোর খেলা, ঝোপের ভেতর হারিয়ে যেত মনচোরাদের মেলা। এমনি সময় বাতাস এসে বলল কানে কানে, মন খারাপের কারণ না-কি সমুদ্রজল জানে। গেলাম ছুটে জলের কাছে 'শুনছো ও ভাই জল, মন খারাপের কারণটা কী জলদি আমায় বল্‌?' বলল সাগর, আকাশ, বাতাস বলল চাঁদের আলো, ''মন খারাপের দেশে তুমি থাকবে অনেক ভালো।''