শীতের শাড়ি

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২১, ০০:০০

আহমাদ সোলায়মান
শীত এলে গ্রাম পরে হলুদিয়া শাড়ি সেই সাথে কুয়াশার পালস্নাটা ভারি। শর্ষের ফুলে ফুলে ছুটে মৌমাছি মধু আহরণ করে মুখে ফোটে হাসি। শিশু কিংবা ছেলে বুড়ো সবে মধু খাই কারণ এই মধু খেয়ে উপকার পাই; খেঁজুরের রসে ভরে গাছে বাঁধা হাড়ি ভাঁপা, দুধকুলি পিঠা সাজে বাড়ি বাড়ি।