আমারই গাঁ

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২১, ০০:০০

নূর আলম গন্ধী
আমারই গাঁ খুব দূরে নয় নরসুন্দার তীরে মহাসুখে থাকি সেথায় পাড়াপড়শির ভিড়ে। বট পাকুড়ের ছায়া আছে আছে তমাল বন সুনীল মাঠের বুকে ফলে ধান কাউন ও শন। বাগ-বাগিচার গাছে গাছে ধরে নানান ফল মধুর সুরে গান ধরে রোজ শালিক ময়নার দল। মেলা জমে, খেলা জমে জমে বাউলা গান মন কাড়ে খুব রাখালিয়ার উদাস বাঁশির টান। গাঁয়ের মাটির গন্ধ-ঘ্রাণে আশায় বাঁধি বুক আমার কাছে প্রিয় সবই পাই অফুরান সুখ!