ঝলমলে সকাল

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২১, ০০:০০

শাহিন স্বপন
পুব আকাশে উঠলো ভেসে মিষ্টি আলোর রবি, নয়ন ভরে নাও, দেখে নাও চোখ জুড়ানো ছবি। দূর গগনে আশার আলো ফুটলো মনের বাগে, কুসুমফোটা শীতল ছোঁয়া হৃদয় কোণে জাগে। মগ্নঘুমে আর থেকো না ডাকছে ভোরের পাখি, এবার ছাড়ো আলসেমিটা খোলো দু'টি আঁখি। রোদ ছড়ানো মিষ্টি সকাল ঝলমলে তার ডানা, এমন মজার সকাল পেতে করল কে-বা মানা? সকাল বেলার সূর্য কিরণ শক্তি জোগায় মনে, সোনার রবি উঠলো ভেসে পুব আকাশের বনে।