দহন

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২১, ০০:০০

কবির কাঞ্চন
যে তোমারে মায়ার জালে বন্দি করে পালায়, তারই জন্য কান্দো কেন পোড়া মনের জ্বালায়। যে কখনো দেয়নি তোমার ভালোবাসার মূল্য, তারে আবার করছো কেন প্রাণপাখির তুল্য। যে তোমারে আঘাত দিয়ে দূরে গেছে চলে, মিছামিছি লাভ কী বল তারই কথা বলে।