বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বলা হয়নি কখনো কতটা ভালোবাসি তাকে

সাইফুল ইসলাম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

আমাদের বন্ধুত্বটা প্রায় চার বছর। পরিচয় ফেসবুকের মাধ্যমে। পড়াশোনার জন্য আমি চট্টগ্রামে আর সে থাকে কুমিলস্নাতে। ওর পড়াশোনা কুমিলস্নার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমার বাড়ি কুমিলস্না হওয়াতে বাড়িতে গেলে আমাদের প্রায় দেখা হতো।

প্রথম দেখাতে তার হাসিখুশি থাকা, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, খুব অল্পসময়ে সবার সঙ্গে মিশে যাওয়া আমাকে মুগ্ধ করেছিল। তার যে গুণটা আমাকে সবচেয়ে আকর্ষণ করেছে- তা হলো সে ধনী পরিবারের একটা মেয়ে হয়েও ভেতরে কখনো বিন্দু পরিমাণ অহঙ্কার রাখেনি। সব সময় সরলতা এবং বিনয়ীভাবটা তার ভেতরে দেখছি আমি। আর তার এসব গুণগুলো আমাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছে। কিন্তু বলা হয়নি কতটা ভালোবাসি তাকে।

আর সে চারিত্রিক মাধুর্যতার দিক যেমন উন্নত, তেমনি রূপে এবং গুণেও অনেক উন্নত। তাকে সবাই মিথিলা বলেই চিনে। আমি ভালোবেসে মিথু ডাকি। মনে বড় আশা নিয়ে বসে আছি, কখন পড়াশোনা শেষ করে একটা জব নিয়ে তাকে মনের কথাটা খুলে বলতে পারব এবং বিয়ে করে বউ সাজিয়ে ঘরে নিয়ে সুখের সংসার করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে