শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীত এসেছে

স্বপন শর্মা
  ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

পৌষে এবার শীত ছিল না শীত এসেছে মাঘে

শীতের ভোরে মানুষ কাঁপে, কাঁপে বনের বাঘে।

গরম পেতে মানুষগুলো আগুন জ্বেলে রাখে

পাখি সব ভিজছে শীতে বসে গাছের শাখে।

মৌসুম নেতা সুযোগ পেয়ে সাজে মহান দাতা

দানের চেয়ে ভরায় বেশি সেলফি তোলা খাতা।

গ্রহীতা এক দাতা অনেক একটা উপহারে-

রোজ পেপারে ফেসবুকেতে আসেন বারে বারে।

গরীব, দুঃখী, বুড়ো, শিশুর নেই তো মনে সুখ

শীতের ভোরে ধুঁকছে তারা কাঁপে ভীষণ বুক।

নানা রকম রোগের মাঝে নাকাল হয়ে মরে

করোনা নামে ভাইরাসেতে কিংবা সর্দি জ্বরে।

যাদের আছে তারা তো বেশ পোশাক পরে বাবু

একটু শীতে গরীবগুলো হলেন খুবই কাবু।

দাতারা আজ সহায় হলে হবেন ওরা সুখি-

কমবে দুঃখ অকালমৃতু্য রবে না আর ঝুঁকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে