বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবে ফিরব প্রাণের ক্যাম্পাসে

ফরহাদ আলম
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

প্রতিটি ছুটি-ই অনেক আনন্দের। কিন্তু এবারের দীর্ঘকালীন ছুটি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। চলে এসেছে একঘেয়ামি। আর ইচ্ছে হয় না ঘরের এক কোণায় থাকতে। তাই মন বারবার বলতেছে কবে ফিরব প্রাণের ক্যাম্পাসে।

বাড়িতে বসে লকডাউনের সময় ভালোই কাটছিল। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করতে লাগল। করোনা ভাইরাস যেন আতঙ্কের আরেক নাম। মৃতু্য এবং আক্রান্তের হার জ্যামিতিক হারে বাড়তে শুরু করল। এভাবে দেখতে দেখতে প্রায় সাতটি মাস অতিক্রম হয়ে গেল। যখন থাকার কথা ছিল প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডায় কিন্তু এখন শুধুই একা। কথা ছিল তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ক্লাসে যাওয়ার, অথচ এখন আর ঘুম থেকে উঠার তাড়া নেই।

আশার আলো জ্বালিয়ে অপেক্ষার প্রহর কাটিয়ে শিগগিরই নবাব সিরাজ উদ্‌দৌলা হলের ১০তলা ভবনের ছাদে ভোরের আলোয় দেখা মিলবে প্রিয় ক্যাম্পাসে। সেই চিরচেনা ক্যাম্পাস আবারো ফিরে পাবে সজীবতা। মুখরিত হবে শিক্ষক এবং শিক্ষার্থীদের পদচারণায়। এলার্মের শব্দে ঘুম ভাঙা ছাত্রটিকে ঘুম ঘুম চোখে নাস্তা না করে রাগান্বিত মুখে রাস্তার ধার ধরে বেয়ে হাঁটবে ক্লাসে যাওয়ার উদ্দেশে।

কৃষি অর্থনীতি বিভাগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে