উপহার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

নূরে আলম সিদ্দিকী শান্ত
পায়ে হাঁটাই ভালো, বাঁচবে কটা টাকা। দুই খানা পা আছে, যেন গাড়ির চাকা। তিরিশ দিবস হাঁটলে, সাতশ টাকা বাঁচবে। ছেঁড়া পকেট আমার, খানিক ভারী থাকবে। সকাল বেলায় নাস্তা, কদিন নাইবা হলো। দুই গস্নাস জলে না হয়, পেটটা ভরে গেল। তবু দেখা হলে, উদ্যানে তার সাথে। যাব না আর আমি, শূন্য দুটি হাতে। রক্ত দিয়ে কিনব, তার জন্য উপহার। তবু যেওনা চলে, ফিরে আসো আরেকবার।