বাসন্তিকা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

বনশ্রী বড়ুয়া
সুঘ্রাণে ম-ম আমের মুকুল সেই সুখে হাসছে নদীর দু'কূল। কাঁঠালের মুচি সাথে দিয়ে বরই ভর্তার স্বাদে জিভে জল বেরোয়। শীত বুঝি এইবার দিয়েছে আড়ি ললনার অঙ্গে তব বাসন্তী শাড়ি। টিপ আর চুরিতে হলুদ তাহার খোঁপায় গুঁজে ফুল রঙের বাহার। প্রেম প্রেম গন্ধে ঋতুরাজ এলো কচি কচি পাতারা সবুজ হলো। ফুটেছে বৃক্ষে তব পলাশ শিমুল প্রিয়তা আসবে হৃদয় ব্যাকুল। জানালার পর্দায় দখিনা বাতাস পাখির কুহুরবে সুরেলা আভাস।