ফ্রেন্ডস ফোরামের আলোচনা সভায় বক্তারা

ডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতার অন্তরায়

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ইউনুছ আলী আনন্দ
আলোচনা সভায় ফুলবাড়ীর বন্ধুরা
বাংলাদেশের সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো পরোয়ানা ছাড়াই পুলিশকে গ্রেফতারের যে ক্ষমতা দেয়া হয়েছে, সেটি সংবাদপত্রের বাক স্বাধীনতার অন্তরায় বলে আশঙ্কা করছেন সাংবাদিক এবং মানবাধিকার কমীর্রা। রোববার ফুলবাড়ী শহরের শহীদ লুৎফর রহমান সরণি সংলগ্ন আনন্দ মিডিয়ায় সন্ধ্যায় অনুষ্ঠিত কুড়িগ্রামের ফুলবাড়ীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আলোচনা সভায় বক্তারা এ মতামত প্রদান করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরামের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্টুডেন্ট কেয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বাদল। ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ইউনুছ আলী আনন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জাহেদুল হক, ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি ও স্টুডেন্ট কেয়ার হাইস্কুলের পরিচালক মমিনুল ইসলাম, ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ও কামালপুর মইনুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদ আলী প্রমুখ। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাংবাদিকরা গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে। এই সাংবাদিকরাই এখন স্বাধীন বাংলাদেশে গুরুত্বপূণর্ সংবাদ পরিবেশন করে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা খবর্ করে তাদের সম্মান নষ্ট করা যাবে না। সাংবাদিকদের এই মহান পেশাকে সম্মান করতে হবে। এই আইনে সাংবাদিকদের জন্য আপত্তিকর ধারাগুলো বাতিল করতে হবে। তা না হলে সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে ভেতরের গুরুত্বপূণর্ সংবাদ পরিবেশন করতে না পারলে এ থেকে জাতি ও সরকার নিজেই ক্ষতির সম্মুখীন হবে। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন থেকে গণমাধ্যম তথা সাংবাদিকদের মতপ্রকাশের প্রতিবন্ধকতার আপত্তিকর ধারা বাতিলের দাবি জানান। আলোচনা সভায় উপস্থিত থেকে ও এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যায়যায়দিনের পাঠক ফুলবাড়ী পলিপস ও পাইলস সেন্টারের পরিচালক আলহাজ হাফেজ মো. ইব্রাহীম খলিল, গণমাধ্যমপ্রেমী আব্দুল হামিদ, প্রতিবন্ধী অফিসের কমর্চারী আব্দুল মালেক, ফ্রেন্ডস ফোরামের সাংগঠনিক সম্পাদক শিক্ষক হাসানুর রহমান, সদস্য সবুজ মিয়া, মামুন অর রশিদ, নুর ইসলাম নাহিদ, জুয়েল রানা, মাইদুল ইসলাম প্রমুখ। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম