শরৎ এলে

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জিনিয়াস মাহমুদ
শরৎ এলে বিন্দু বিন্দু- শিশির জমে ঘাসে, বিলে-ঝিলে যায় দেখা যায় শাপলা-শালুক হাসে। শরৎ এলে বক-সাদা মেঘ গগণজুড়ে খেলে, রঙ-বেরঙের পাখি ওড়ে হাওয়ায় ডানা মেলে। শরৎ এলে কাশবনেতে খুশির মাতামাতি, খুশির-বশে কাশফুলেরা করে হাতাহাতি! শরৎ এলে হাওয়ায় দোলে ধানের সবুজ পাতা, থেকে থেকে মন যে আমার নাচে ধিন-ধিন-তা-তা।