মানচিত্র পাল্টে যায়

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
মানচিত্র পাল্টে যায়Ñ ক্রমেই ঝলসানো হৃদয়ে গলিত কোষের অযাচিত ছড়িয়েপড়া গাঢ়ো অন্ধকারে। নাটাইয়ে যতেœর ঘুড়ি আমুদে সীমানা ছাড়িয়ে গেলে- ফিরে আসবে এমন কথা নেই। ঝড়ের উন্মাদ বাতাস কিংবা কাটাকুটির গুমোট বিলাপে পরাস্ত ঘুড়ি সীমানায় হয় অভিবাসী। সম্পকের্র রেজিস্ট্রি দলিল পুড়ে যায়, উড়ে যায় উদ্বাস্তু উল্কার রক্ত বমিতে। লাল সালুতে মোড়ানো হালখাতাও বছর ঘুরতেই ফের পুরনো; অথচ- হিসেব না মেলালে একদিন তুমিও আসামি! সময়ের লাগাম টেনে-সব কিছু ভেঙেচুরে ফেরা হয় না আর শেকড়ের গভীরে শৈশব, কৈশোর কিংবা ফুরফুরে যৌবনের ব্যবচ্ছেদের কোষ-কলায়। হায়! এভাবেই মানব মানচিত্র পাল্টে যায়- ঘুরপাকে শেষ হয় সাড়ে তিন হাত পরিখায়!