পূবর্ধলায় মহান শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. জায়েজুল ইসলাম
মহান শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভায় পূবর্ধলার বন্ধুরা
নেত্রকোনার পূবর্ধলা উপজেলায় যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে মহান শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি পূবর্ধলা উপজেলা শাখা কাযার্লয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহŸায়ক জাকির আহমদ খান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পূবর্ধলা উপজেলা শাখার সভাপতি, পূবর্ধলা জেএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সহসভাপতি বদরুজ্জামান, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশিদ সরকার, ধলামুলগঁাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সহসভাপতি মো. এখলাছ উদ্দিন, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহাব, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক তালুকদার। আলোচনার শুরুতেই দিবসের তাৎপযর্ তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের আহবায়ক জাকির আহমদ খান কামাল। তিনি বলেন, ১৯৬২ খ্রিস্টাব্দে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতি চাপিয়ে দেয়ার পঁায়তারা করতে থাকে। এর প্রতিবাদে একটি গণমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে ছাত্র জনতা মাঠে নামলে আন্দোলন দমাতে ১৭ সেপ্টেম্বর পুলিশ ঢাকার হাইকোটর্ মোড়ে নিবির্চারে গুলি চালায়। ন্যায্য দাবির জন্য এই গণহত্যার স্মরণে এ দিবসটি বাংলাদেশে পালিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সুধাংশু শেখর তালুকদার বলেন, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন বৈষ্যম্য দূর করে বতর্মান সরকারের শিক্ষানীতি দ্রæত বাস্তবায়নের কথা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে বদরুজ্জামান বলেন, বেসরকারি শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দাবিগুলো দ্রæত বাস্তবায়ন করলে শিক্ষা ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে। অপর বিশেষ অতিথি আলী আমজাদ বলেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা অনুমোদনের অপেক্ষায় আছে। এগুলো যাতে আর ফাইলবন্দি অবস্থায় না থাকে সে জন্য দ্রæত বাস্তবায়নের দাবি জানান। আর এক বিশেষ অতিথি আলী ওয়াহাব বলেন, বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এখন আমাদের সময়ের দাবি। ফোরামের উপদেষ্টা যায়যায়দিন পত্রিকার পূবর্ধলা উপজেলা সংবাদদাতা মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, বাদে পুটিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, বাদল দাস প্রমুখ। উপদেষ্টা পূবর্ধলা, নেত্রকোনা